Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২৫

পিআইবিতে 'বাংলাদেশের গণমাধ্যমে সাম্প্রতিক অপত্যথ্যের গতি-প্রকৃতি' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2025-06-26

অপতথ্যের গতি-প্রকৃতি আলোচনার মাধ্যমে পিআইবি’র সেমিনার কক্ষে আজ অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের গণমাধ্যমে সাম্প্রতিক অপতথ্যের গতি-প্রকৃতি শীর্ষক সেমিনারটি। ঢাকার সিনিয়র সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।  সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়ব, গবেষণাপত্র উপস্থাপন করেছে্ন আইসিটি বিভাগের ইবিএলআইসিটি প্রকল্পের পরামর্শক ড. মামুন-উর-রশীদ। প্রধান অতিথি বলেন, "আমাদের মিডিয়া হাউজগুলো মনে করে ফ্যাক্টচেইক এর পেছনে টাকা খরচ অতিরিক্ত, যেটা তারা চান না। আজকে বাংলাদেশের কোনো পত্রিকারই এই ইনভেস্টমেন্ট নাই। ফেইক ভিডিও, স্ক্রিপটেড ভিডিও এসব কিছুই ছড়ায়, ছড়াবেও কিন্তু আমাদের পত্রিকাগুলো এ ধরনের কাজগুলো রুখে দিতে চায় কি না তা দেখতে হবে। মালিক ও সম্পাদককে একবিন্দুতে এসে ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম গড়ে তুলতে হবে।" আজকের অনুষ্ঠানটির সভাপতি হিসেবে ছিলেন পিআইবি-র মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ।