প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন-২০১৮ জাতীয় সংসদ কর্তৃক পাস হয়ে ২৪ জুলাই, ২০১৮ খ্রি. তারিখে গেজেট প্রকাশিত হয়। উক্ত আইনের আলোকে TO&E প্রণয়নের কাজ চলছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) চাকুরি প্রবিধানমালা প্রণয়নের কাজও চলমান রয়েছে। বর্তমানে বিভিন্ন শ্রেণীতে ৮৯ জন কর্মরত আছেন।
পিআইবি অতীতের ন্যায় বর্তমানেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিতে যাচ্ছে। ইতোমধ্যে সাংবাদিকদের নিরাপত্তা বিধান সংক্রান্ত বিষয়ে একটি প্রকল্পের খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়ে দাখিল করেছে। পিআইবি’র লাইব্রেরি ডিজিটাইজেশনের জন্যে একটি প্রকল্প হাতে নেয়া হচ্ছে।
পিআইবি তথ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন প্রশাসনিক বিষয়ে যোগাযোগ রক্ষা করে থাকে। বিশেষ করে বিভিন্ন মাসিক রিপোর্ট, বার্ষিক রিপোর্ট তথ্য মন্ত্রণালয়ে নিয়মিতভাবে দাখিল করা হয়। পিআইবি’র বিভিন্ন প্রকাশনা বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় প্রেরণ করা হয়।
ক. ২৩৮ আসনবিশিষ্ট একটি অডিটোরিয়াম
খ. ৬ তলা ভবনে ৬০ আসনবিশিষ্ট একটি সেমিনারকক্ষ রয়েছে
গ. ৮ তলা ভবনে ৬০ আসনবিশিষ্ট একটি সেমিনারকক্ষ রয়েছে
ঘ. এছাড়া ৩০ শয্যার একটি ডরমিটরি রয়েছে
১. ২টি ভিভিআইপি কক্ষ
২. ২টি ভিআইপি কক্ষ
৩. ডরমিটরিতে সাধারণ কক্ষ ভেদে ২৬টি সীট রয়েছে
ঙ. ৩০ আসন বিশিষ্ট ২টি শ্রেণী কক্ষ
চ. ৬৪ আসনবিশিষ্ট আধুনিক ক্যাফেটারিয়া হয়েছে।
পিআইবির আবাসিক প্রশিক্ষণ কোর্স ও অন্যান্য কাজে এই স্থাপনাগুলি ব্যবহৃত হয়। প্রশিক্ষণের বিরতিতে এ সমস্ত স্থাপনা বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও অন্যান্য ব্যক্তি/প্রতিষ্ঠানের নির্ধারিত ভাড়ায় সীমিত পরিসরে বরাদ্দ দেয়া হয়ে থাকে।
প্রশাসন বিভাগ স্থাপনাগুলি সংরক্ষণ করে এবং ভাড়া প্রদানের ব্যবস্থা করে।
ভাড়ার হার (ভ্যাট ও কর ব্যতীত)
ক্র. নং |
স্থাপনা |
তথ্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থা/ গণমাধ্যম |
অন্যান্য প্রতিষ্ঠান |
ক. |
অডিটোরিয়াম (২৩৮ আসন) |
১০,০০০/= |
১৫,০০০/= |
খ. |
৬ তলা ভবনের সেমিনারকক্ষ (৬০ আসন) |
৫,০০০/= |
৭,০০০= |
গ. |
৮ তলা ভবনের সেমিনারকক্ষ (৬০ আসন) |
৪,০০০/= |
৬,০০০= |
ঘ. |
৮ তলা ভবনের শ্রেণী কক্ষ (৩০ আসন) |
৩,০০০/= (প্রতি কক্ষ) |
৪,০০০/= (প্রতি কক্ষ) |
ঙ. |
৩০ শয্যার ডরমিটরি (প্যাকেজ) |
১৪,০০০/= |
১৮,০০০/= |
চ. |
ভিভিআইপি কক্ষ (শুধু সাংবাদিকদের জন্য) |
১,০০০/= |
----- |
ছ. |
ভিআইপি কক্ষ (শুধু সাংবাদিকদের জন্য) |
৭০০/= |
----- |
জ. |
সাধারণ কক্ষ (শুধু সাংবাদিকদের জন্য) |
২০০/৩০০/৪০০/= (সাধারণ কক্ষ ভেদে প্রতি সিট) |
---- |