পিআইবি-এটুআই এর ডিজিটাল বাংলাদেশ বিষয়ক প্রকল্প
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে সরকারের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলা সদরে ২০০৯ সাল থেকে সাংবাদিকদের ডিজিটাল বাংলাদেশ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দেশব্যাপী সাংবাদিকরা তথ্য ও প্রযুক্তি বিষয়ক রিপোর্টিং করার ক্ষেত্রে যেমন উৎসাহী হয়ে উঠছেন, তেমনি গণমাধ্যমে বাংলাদেশের উন্নয়নে তথ্যপ্রযুক্তির ভূমিকা ও ব্যবহার যে দিন দিন বেড়ে চলছে, সে ব্যাপারে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছেন। সাংবাদিকদের ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোটিং এর জন্য পুরস্কার প্রদান করা হয়।
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট নারী ও শিশু বিষয়ক সাংবাদিকতার বিষয়ে সংবাদকর্মীদের কর্মদক্ষতা ও দৃষ্টিভঙ্গি বদলাতে ১৯৯৬ সাল থেকে কাজ করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইউনিসেফের সহযোগিতায় ‘এ্যাডভোকেসি এ্যান্ড কমিউনিকেশন ফর দ্য চিলড্রেন এন্ড উইমেন’ শীর্ষক প্রকল্পের আওতায় পিআইবি সফলভাবে দেশব্যাপী নারী ও শিশু বিষয়ক রিপোর্টিং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। পাশাপাশি এ প্রকল্পের আওতায় নারী ও শিশু বিষয়ক ফিচার কার্যক্রমও রয়েছে। এই বছর প্রকল্পের প্রশিক্ষণগুলোতে শিশু অধিকার সনদ, সিডও সনদ, নারী উন্নয়ন নীতিমালা, নারীপাচার, শিশুশ্রম, বাল্যবিবাহ, কর্পোরাল পানিসমেন্টসহ নানাবিধ বিষয়ে ১১টি প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। যার মাধ্যমে সাংবাদিকদেরকে সচেতন করে তোলার চেষ্টা করা হয়েছে। প্রশিক্ষনের পাশাপাশি ফিচার লেখা ও সংকলন করা হয়েছে।