পিআইবি ইতোমধ্যে সাংবাদিকতায় মাস্টার্স কোর্স প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে। সাংবাদিকতায় মাস্টার্স কোর্স প্রবর্তনের জন্য ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত কমিটি একাধিক সভার মাধ্যমে খসড়া সিলেবাস চূড়ান্ত করেছে। সিলেবাস অনুমোদিত হওয়ায় শুধু পিআইবি নয়, বরং সারা দেশের অনেক প্রতিষ্ঠানের জন্য সাংবাদিকতায় মাস্টার্স কোর্স শুরু করার পথ উন্মুক্ত হয়েছে। ইতোমধ্যে পিআইবি মাস্টার্স কোর্স চালু করার জন্য অধ্যয়ন ও শিক্ষা বিভাগ নামে একটি নতুন বিভাগ গঠন করেছে এবং এ বিভাগের জনবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তাছাড়া মাস্টার্স কোর্স প্রবর্তনের শর্ত হিসেবে এরই মধ্যে ৩টি শ্রেণিকক্ষ, Wi-Fi সংযোগসমৃদ্ধ অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ও কোর্স পরিচালনার জন্য আলাদা একটি অফিস কক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে।