Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ সেপ্টেম্বর ২০২১

প্রশিক্ষণ মডিউল আধুনিকীকরণ ও প্রশিক্ষণ উপকরণ উন্নয়ন

পিআইবি’র প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী করতে প্রশিক্ষণ মডিউল নতুন করে সাজানো হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমকে গতিশীল ও সময়োপযোগী করার জন্য ১৬টি প্রশিক্ষণ উপকরণ  তৈরি করা হয়েছে। বিষয়গুলো হলো: ১. সংবাদ, সংবাদমূল্য, সংবাদের বৈশিষ্ট্য, সংবাদের উপাদান; ২. সাংবাদিকতার নীতিমালা; ৩. সংবাদ উৎস ও সূত্র/তথ্য সংগ্রহের কলাকৌশল; ৪. বিভিন্ন ধরনের রিপোর্টিং; ৫. সাক্ষাৎকার গ্রহণের কলাকৌশল; ৬. ফিচার লেখার কলাকৌশল; ৭. সংবাদপত্রের ভাষা; ৮. সংবাদ কাঠামো; ৯. সংবাদ-সূচনা লেখার কলাকৌশল; ১০. সংবাদ শিরোনাম লেখার কলাকৌশল; ১১. সংবাদপত্রের পৃষ্ঠাসজ্জা; ১২. নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও); ১৩. শিশু অধিকার ও শিশু সনদ আইন; ১৪. বাংলাদেশে শিশুশ্রম; ১৫. গণমাধ্যম সাক্ষরতা ও ১৬. অনলাইন সাংবাদিকতা।